আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্কে অংশ নিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। এই বিতর্কের মাধ্যমে দুদেশের মধ্যকার বিভিন্ন মতপার্থক্য নিরসন করতে চান বলে উল্লেখ করেন ইমরান খান। ৭৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। তারপর থেকে তিনবার সংঘাতে জড়িয়েছে এই দুই দেশ। এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, 'টেলিভিশনে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিতে পারলে খুব খুশি হবো। এটা দুদেশের কোটি কোটি মানুষের জন্যই সুফল বয়ে আনবে। আমি মনে করি, এই বিতর্কের মাধ্যমে তারা দুজন অনেক মতপার্থক্যের সমাধান হতে পারে।' এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা হয়নি। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানকে একটি বিষয় স্পষ্ট করেছে যে, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমন এবং সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়ে আসছে ভারত। তাদের অভিযোগ, জাতিসংঘের তালিকাভুক্ত কিছু সন্ত্রাসী পাকিস্তানে রয়েছে। যদিও পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতেও পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে ভারত। ২০০৮ সালের মুম্বাই হামলা ছাড়াও ২০১৬ সালে পাঠানকোট হামলায় সাত নিরাপত্তা সদস্যের মৃত্যু এবং ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ইসলামাবাদকেই দায়ী করছে দিল্লি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct