নিজস্ব প্রতিবেদক,আমতা,আপনজন: ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার আমতা। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়ির বাইরে প্রচুর মানুষ এদিন বিক্ষোভ দেখান। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিনই দুপুর ২টায় আনিসের বাবা ও ভাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আজই মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলতে চান বলে জানা গেছে। সেই জন্য পরিবারের সদস্যদের নবান্নে ডাকা হয়েছে বলে মন্ত্রী পুলক রায় জানিয়েছেন। অন্যদিকে, ঘটনার তদন্ত যাতে দ্রুত হয় সেজন্য আমরা পরিবারের পাশে আছি বলে জানান আমতার বিধায়ক সুকান্ত পাল। এবার এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ঘটনা যেই করে থাকুক দোষীরা শাস্তি পাক এটাই আমরা চাইব। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন আইনের মতোই চলবে। কেউ যদি ক্রাইম করে থাকে তার বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। কাউকে ছাড়া হবে না।
অন্যদিকে, আনিস খানের বাড়িতেই খোঁজ পাওয়া গেল আনিস খানের মোবাইল ফোনের। সোমবার দুপুরে আনিসদের বাড়ির তিন তলায় যেখান থেকে আনিস পড়ে গিয়েছিলেন তার কাছে একটি বাঁশের ফাঁক থেকে উদ্ধার হয়েছে ফোনটি। সেই ফোন পাওয়ার খবর পুলিশের কাছে যাওয়ার পর আনিসের বাবার কাছে চলে আসে পুলিশ তদন্তের জন্য আনিসের মোবাইল ফোন তদরে হেফাজতে দেওয়ার অনুরোধ জানালে আনিসের বাবা সালেম খান অস্বীকার করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের প্রতি তাদের আস্থা নেই। ফোন যদি দিতেই হয় তাহলে সিবিআইকে বা আদালতের হাতে তুলে দেবেন বলে জানয়ে দেন সালেম খান। সালেম থান পুলিশের মুখের উপর বলে দেন, যে পুলিশ আমার ছেলেকে চোর, গুন্ডা, ডাকাত বলছে তাকে ফোন দেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা সিবিআই তদন্ত চাই। ওদিকে সোমবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় বলেছেন, আনিসের বিরুদ্ধে বাগনান থানায় শিশু যৌননিগ্রহের অভিযোগ রয়েছে। সেই মামলায় উলুবেড়িয়া আদালত থেকে সমন জারি হয়েছিল। সেই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এই শিশু যৌন নিগ্রহ নিয়ে আনিসের বাবার অভিযোগ অন্যায়বাবে তার ছেরের বিরুদ্দে এই অভিযোগ আনা হয়েছে। তার ছেলে ছিল একেবারেই নির্দোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct