নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: মাওলানা আব্দুল আহাদ মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ ,বিধায়ক ডা নির্মল মাজি, সহ উলুবেডিয়া উত্তরের বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ। মাওলানা আব্দুল আহাদ একাডেমি চত্বরে এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন ও শতাধিক মানুষ চোখ পরীক্ষা করেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন বলেন সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ সহযোগিতা করেছেন প্রেরণা ওয়েলফেয়ার মিশন রক্তবন্ধু শেখ রেজাউল রাজু ও পাঁচলা আজিম স্কুলের প্রাক্তনীরা। সভায় আলামিন মিশনের ছাত্র তথা মৌলানা জামালুউদ্দিন সিদ্দিকিয়া হাই মাদ্রাসার ছাত্র আলইন্ডিয়া মেডিকেল পরীক্ষায় সুযোগ পাওয়া কলকাতা মেডিকেল কলেজের ছাত্র জরি শ্রমিক পরিবারের সন্তান মোকসেদুল মোল্লা ও পাঁচলা আজিম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আমিরুল ইসলাম কলকাতা পি জিতে পাঠরত ছাত্রদ্বয়কে সম্বর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, মরহুম মাওলানা আবদুল আহাদ ছিলেন কলকাতার অািলয়া মাদ্রাসার বিশিষ্ট অধ্যাপক। রাজ্যের মাদ্রাসা শিক্ষার প্রাসরে তার বিশেষ অবদান রযেছেন। মাদ্রাসা পাঠ্যসূচি অনুযায়ী তার লেকা বেশ কিছু পুস্তক আজও ছাত্রদের কাছে জনপ্রিয়। এছাড়া বহু ইসলামি গ্রন্থ প্রণেতা ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct