আপনজন ডেস্ক: বিদেশি কর্মীদের জন্য ন্যুনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। স্থানীয়দের চাকরির সুযোগ বাড়ানো ও বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশটি। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সালের বাজেট পেশ করার সময় সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং বলেছেন, দেশটির অর্থনীতিতে অবদান রাখার মতো পেশাদার ও জ্যেষ্ঠ নির্বাহীদের আকৃষ্ট করতে এই নতুন নীতি গ্রহণ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন সাড়ে ৪ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার করা হবে। তবে আর্থিক খাতের কর্মীদের বেতন ১০ শতাংশ বেড়ে হবে সাড়ে ৫ হাজার ডলার (প্রায় ৩ লাখ টাকা )।
মূলত ‘হোয়াইট কলার জব’-এর জন্যই বেতন বাড়াচ্ছে সিঙ্গাপুর সরকার। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আইনজীবী, হিসাবরক্ষক, বিমার চাকরি, পরামর্শক, কম্পিউটার প্রোগ্রামারের মতো পেশাগকে হোয়াইট কলার জব বলা হয়। লরেন্স ওং বলেন, আমি জোর দিয়ে বলছি, সিঙ্গাপুর দুয়ার খোলা রাখবে। গোটা বিশ্ব থেকে প্রতিভাবানদের স্বাগত জানাবে। শ্রমশক্তির উচ্চতর পর্যায়ে দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা মেটাতে আমরা উপযুক্ত পেশাদারদের নিয়ে আসতে থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct