এহসানুল হক,বসিরহাট,আপনজন: আসন্ন বসিরহাট পৌরসভা ভোটের প্রার্থীরা সিপিএম হোক বিজেপি বা কংগ্রেস সকলেই তৎপর ভোট প্রচারে। পিছিয়ে নেই বরং এগিয়ে রয়েছে ৩ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মন্ডল। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন ভোট প্রচারে । বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিবাসরীয় প্রচার সারলেন জোর কদমে , বাড়িতে বাড়িতে গেলেন তাদের সঙ্গে কথা বললেন ভোট ভিক্ষা চাইলেন। এদিন বসিরহাট দন্ডির হাট এলাকায় সকাল থেকে প্রচারে নেমে পড়তে দেখা যায় এই তৃণমূল প্রার্থীকে। কোন কোন সময় রান্নার কাজে সাহায্য করেছেন কোন কোন সময় বিভিন্ন কাজের মাধ্যমে তাদের পাশে থেকেই ভোট প্রচারে।
উল্লেখ্য ২০১৫ সাল থেকে বসিরহাট তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে, যিনি গতবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অদিতি মন্ডল তিনি আবারও প্রার্থীপদ দখল করে রয়েছেন। এলাকার মানুষদের ভোট সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আমরা খুশি তাই দিদির সাথে রয়েছি,বছর ষাটের বছরের এক বৃদ্ধা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বহু উন্নয়ন করেছেন তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে চাই। এদিন বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অদিতি মন্ডল বলেন, আমার এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, কারণ বহু বছর ধরেই এই এলাকায় আর্সেনিক এরিয়া, যদিও আমার এলাকায় পাড়ায় পাড়ায় একটি করে বহুতল নলকূপ বসিয়েছি,তার সংখ্যা প্রায় ৫৪টি । পাশাপাশি রাস্তাঘাট থেকে শুরু করে পাকা ড্রেন, ড্রেনের সমস্যা আর নেই, নিকাশি ব্যবস্থা এখন ভালো বলে এলাকার মানুষের দাবি। যদিও এদিন প্রার্থী বলেন, আমরুত প্রকল্পের কয়েক কোটি টাকা ব্যয়ে বসিরহাটে তৈরি হচ্ছে জল প্রকল্প। ইতিমধ্যে এলাকায় এলাকায় পৌঁছে গিয়েছে পাইপ ।আমার আশা ২০২৪ এর ভিতরে আমরা ভালো পানীয় জল পাব। স্বাস্থ্যপরিসেবা এলাকার মানুষদের দেওয়ার জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকেই বহু মানুষ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন। প্রায় তিনশ’ মানুষকে ঘর ব্যবস্থা করা হয়েছে। আমি জিতলে আরো মানুষের পাকা ঘরের ব্যবস্থা করে দেব।
আমার এলাকায় একটি ও মানুষ ছাদ বিহীন ঘুমাবে না। আমার দৃঢ় বিশ্বাস আমি ১০০% মানুষের জন্য কাজ করেছি মানুষ আমাকে ফেরাবে না আমি আবার কাউন্সিলার হয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাব। যদিও এলাকার বিজেপি, সিপিএম প্রার্থীরা মানতে নারাজ ,তারা বলেন এবার তৃণমূল দলকে মানুষ প্রত্যাখ্যান করবে বিরোধী দল জিতবে। এদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মন্ডলের প্রতিনিধি জগন্নাথ মন্ডল বলেন, বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের বিরোধীদল বলে কিছুই নেই, সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না ।আমরা মানুষের পাশে রয়েছি সবসময় মানুষের পাশে থাকি, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct