রঙ্গিলা খাতুন,লালগোলা,আপনজন: আনিস খান হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। সেই সঙ্গে খুনিদের অবিলম্বে গেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার লালগোলার চোয়াপুকুর মোড়ে স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসআইও প্রতিবাদ দেখায়। উপস্থিতি ছিলেন সংগঠনের রাজ্য শাখার বিভাগীয় সম্পাদক আহমদ আলি, দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ, ব্লক সভাপতি মুক্তাদির হোসেন ও অন্যান্য সদস্যগণ।
পরিবারের অভিযোগ গত রাতে আমতায় আনিস খানের বাড়িতে গিয়েছিল পুলিশ। তিন সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশ অফিসার গিয়েছিলেন। ওই চারজনই জোর করে বাড়ির তিনতলায় উঠে যায়। কিছু পরেই ভারী কিছু উপর থেকে নীচে পড়ার আওয়াজ পেয়েই ছুটে যান বাড়ির লোকেরাই। দেখেন আনিস পড়ে রয়েছে। প্রাথমিকভাবে আনিসের বাড়ির লোকেদের দাবি, সেই সময় যারা বাড়িতে এসেছিল তারাই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আনিসকে। অর্থাৎ তাঁদের ইঙ্গিত পুলিশ এবং শাসক দলের দিকেই। এদিনের কর্মসূচিতে এস আই ও পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে পরবর্তীতে রাজ্যের কোথাও যেন এরূপ খুন, গুমের ঘটনা না ঘটে প্রশাসনকে তা সুনিশ্চিত করতে হবে। ন্যায় বিচারের লড়াইয়ে এসআইও আনিশ পরিবারের পাশে রয়েছে। সকল জনসাধারণকে ন্যায় বিচারের আওয়াজ তুলতে হবে। প্রসঙ্গত এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আনিস খুনের বিচার চেয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। #Justice For Anis Khan হ্যাশট্যাগ দিয়ে (#we want justice) অবিলম্বে দোষীদের এবং কড়া শাস্তির দাবি জানানো হচ্ছে। কলকাতার মেয়র এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন আইন আইনের পথে চলবে, দোষীদের অবশ্যই সাজা হবে।’ তাঁর আশঙ্কা, এর পিছনে বাইরের কোনও শক্তির মদত আছে। সেই শক্তি কারা, সে সম্পর্কে বিষদ কোনও ব্যাখ্যা দেননি মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct