আপনজন ডেস্ক: সউদী আরবে মক্কা ও মদিনাতে হজ্জ্ ও উমরাহ যাত্রীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে দেশটির হজ মন্ত্রণালয়। গাইডলাইনে, মক্কা ও মদিনাতে মসজিদের ভেতরে নামাজ বা আজানের সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তা ‘অনৈতিক’ বলেও মন্তব্য করা হয়।এক টুইট বার্তায় দেশটির হারামাইন শরিফাইন জানায়, মসজিদে নামাজের সময় যদি কেউ মোবাইলে কোনো ধরনের সংগীত বাজায়, তাহলে প্রথমবার এক হাজার সউদী রিয়েল জরিমানা করা হবে। পুনরায় একই কাজ করলে দুই হাজার সউদী রিয়েল জরিমানা করা হবে। এছাড়া শর্টস পরে কেউ মক্কা ও মদিনার মসজিদে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে ৫০০ সউদী রিয়েল জরিমানা করা হবে। নতুন গাইডলাইনে বলা হয়, প্রত্যেক হজ্জ্ব যাত্রীদের জন্য করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। সউদী আরবে প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ জমা দিতে হবে। সৌদি আরব মসজিদ বা সরকারি অফিসের ভিতরে শর্টস পরার জন্য এসআর ২৫০ থেকে ৫,০০০ পর্যন্ত একটি নতুন জরিমানাও চালু করেছে। যাইহোক, জনসমক্ষে শর্টস পরা পুরুষদেরকে আইনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে না। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নাইফ জনসাধারণের সজ্জা আইন সংশোধনের আহ্বান জানিয়ে মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার পর নতুন এই জরিমানা জারি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct