আপনজন ডেস্ক: কর্নাটকে হিজাব বিতর্কের অবসান না হওয়ার আগেই আর এক বিতর্কের সূত্রপাত হল মুম্বাইয়ে। বৃহন্মুম্বাই মিউনিপ্যাল কর্পোরেশন পরিচালিত সব স্কুলে গায়ত্রী মন্ত্র জপ ও ভাগবত গীতা পাঠ আবশ্যিক করার দাবিতে সোচ্চার হলেন বিজেপি কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলর যোগিতা কলি ভগবত গীতাকে সকলের জন্য ‘জীবন শেখার পাঠ’ বলে অভিহিত করেছেন। বিজেপি নেতা ভালচন্দ্র শিরসাত বলেন, স্কুলে ‘গায়ত্রী মন্ত্র’ এবং ভগবত গীতা পাঠ করা আবশ্যক হওয়া উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct