নিজস্ব প্রতিবেদক,কলকাতা,আপনজন: রাজ্যের সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে অচলাবস্থা। রাজ্য সরকারের গড় তদন্ত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালেয় নিয়ে তদন্ত শেষ হয়েছে। তবুও বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যার সমাধান এখনও হয়নি। এক্ষত্রে সরকারের উদাসীনতার অভিযোগ তুলে শনিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করল ছাত্র সংগঠন এসআইও। কলকাতা মেট্রো সিটি শাখা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত অচলাবস্থা কাটিয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ উভয়কেই এগিয়ে আসার প্রস্তাব প্রদান করে। মেট্রো সিটির সভাপতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমান বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয় দেশের ঐতিহ্য এবং স্বর্ণালি ইতিহাস বহন করছে। এই প্রতিষ্ঠানে কোনরূপ অরাজকতা কাম্য নয়। তাই পড়ুয়াদের স্বার্থে সমস্ত রকম অচলাবস্থার অবসান করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে শেষ হওয়া তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবং ঐতিহ্য রক্ষার্থে সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি করেন মিজানুর রহমান।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এসআইও যে সমস্ত দাবি তুলেছে তার মধ্যে অন্যতম হল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ‘ভিসি সার্চিং কমিটি’ তৈরি করতে হবে। ২০০৭ বিশ্ববিদ্যালয়ের আইনঅনুযায়ী শিক্ষক নিয়োগের সংখ্যা পূর্ণ করতে হবে। থিওলোজিসহ সমস্ত বিভাগে স্বচ্ছতার সঙ্গে শূন্যপদ পূরণ করতে হবে। শিক্ষক কর্মীদের শূন্যপদও পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিয়মিত এবং পর্যাপ্ত স্কলারশিপ দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর শেষ হওয়া তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থ পড়ুয়া এবং প্রতিষ্ঠানের উন্নতি কল্পে সম্পূর্ণ রূপে ব্যবহার করতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়কে ন্যাক এর অধীনে নিয়ে আসার জন্য সার্বিক উন্নয়নের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের জমিকে সম্পূর্ণ দখলমুক্ত করে প্রস্তাবিত খেলার মাঠ ও হোস্টেল নির্মাণ করতে হবে এবং পুরো জমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ব্যবহার করতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct