আপনজন ডেস্ক: বর্তমান সময়ে প্রায় সবার কাছেই একটি করে ফোন থাকে। কারও কারও থাকে একাধিক ফোন। স্মার্টফোনের কারণে আমাদের জীবনযাপনে অনেক সুযোগ-সুবিধাও হয়েছে। এখন আমরা সহজেই পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। উপকারী এই যন্ত্রেরও খেয়াল রাখা চাই। কিছু বিষয়ে খেয়াল রাখলে এক ফোনেই দীর্ঘদিন কাটিয়ে দেওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফোন দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কী করতে হবে। প্রতিদিনই ক্যাশে ক্লিয়ার করতে হবে। কারণ ফোন ভালো রাখতে এই কাজ করা একান্তই প্রয়োজনীয়। অনেকগুলো অ্যাপ চলার কারণে ফোনে প্রতিদিন বিপুল ক্যাশে ফাইল জমা হয়। সেইসঙ্গে জমা হয় জাঙ্ক ফাইল, সেগুলো নিয়মিত ক্লিয়ার করলে ফোন দ্রুত চলবে।
ফোন সুরক্ষিত রাখতে চাইলে নিতে হবে বিশেষ যত্ন। ফোনে কভার ব্যবহার করলে এটি থাকবে নতুনের মতোই। দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করতে চাইলে এটি বাইরে থেকেও সুরক্ষিত রাখা চাই। তাই ফোনে কভার অবশ্যই ব্যবহার করবেন। কভার ব্যবহার না করলে আপনার ফোন দ্রুতই পুরোনো হয়ে যাবে। আপনার ফোনটি অসাবধানতাবশত হাত থেকে পড়ে যেতেই পারে। আর এত শখের ফোনটি চোখের সামনে ভেঙে যেতে দেখলে কেমন লাগবে? এক্ষেত্রে ফোনে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা জরুরি। এটি সবসময় ফোনের স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে বাঁচাতে সাহায্য করবে। আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকতে পারে, যেগুলো আসলে ব্যবহার করা হয় না বা প্রয়োজন পড়ে না। এ ধরনের অ্যাপ থাকলে সেগুলো ফোন থেকে বাদ দিয়ে দিন। অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইনস্ট্ল করে রাখুন। সেগুলোর ক্যাশেও ক্লিয়ার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct