আপনজন ডেস্ক: শক্তিশালী শীতকালীন ঝড় ‘ইউনিস’-এর কবলে পড়েছে ব্রিটেনে। শুক্রবার ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঝড়টি। ফলে বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ব্রিটিশ সরকার। শুক্রবার এক ঘোষণায় ডেভন, কর্নওয়াল, সমারসেট এবং দক্ষিণ ওয়েলসের উপকূলের লাখ লাখ বাসিন্দাকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। কারণ এইদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১২টা নাগাদ ৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। ফলে এখানে সর্বোচ্চ সতর্ক সংকেত দেখানো হয়েছে। রেড অ্যালার্টের অর্থ হলো, ঝড়ের কারণে ঘরে ছাদ পর্যন্ত উড়ে যেতে পারে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত এবং গাছপালা উপড়ে যাবে। এমনকি ঝড়ের কারণে দূর থেকে উড়ে আসা ধ্বংসাবশেষে হতাহতের ঘটনাও ঘটতে পারে। কিন্তু শীতকালীন ঝড়ে এই পর্যায়ের সতর্কতা জারি করার ঘটনা বিরল। বিবিসি জানায়, শুক্রবার শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের বাকি অংশে শুক্রবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাঝারি ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্ক করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct