আজিজুর রহমান,গলসি,আপনজন: পৃত্রমাতৃহীন অসহায় এক নাবালক ও এক নাবালিকার পাশে দাঁড়ালেন গুলমহাম্মদ মোল্লা নামক এক ব্যক্তি। তিনি গলসি ২ ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি। এদিন ওই এলাকার বিধায়ক নবীনচন্দ্র বাগকে সাথে নিয়ে তিনি অনাথ জ্যোৎস্না মারান্ডি ও মঙ্গল মারান্ডির বাড়িতে আসেন। এমন তাদের কিছু খাবার দাবার সাহায্য করে সারা জীবন সহযোগিতার করার আশ্বাস দেন। জানতে পারা গেছে গলসি ২ ব্লকের কুড়মুন গ্রামে বিগত ৯ বছর আগে টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায় বাচ্চাদের মা জুলি মারান্ডি। তখন থেকে তাদের বাবা নাম পুটু মারান্ডি ছিল তাদের শেষ সম্বল। তিনিও গত ৩ মাস আগে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে এক্কেবারে অনাথ হয়ে পরে চৌদ্দ বছরের জ্যোৎস্না মারান্ডি ও আট বছরের মঙ্গল মারান্ডি। এখন এই পৃথিবীতে তাদের নিজের বলতে আর কেউ নেই। বাবা মা মারা যাবার পর থেকে খুবই অভাব এর মধ্যে দিয়ে দিন কাটতে থাকে তাদের। দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে চাষের জমিতে কাজেও যেতে হয় সেই ছোট্ট মেয়ে জ্যোৎস্না মারান্ডিকে। এই অভাবের কথা শুনে তাদের পাশে দাঁড়ান গলসি ২ ব্লক এর জয় হিন্দ বাহিনীর সভাপতি গুল মহাম্মদ। তিনি অনাথ নাবালক মঙ্গল মারান্ডির পড়াশোনার দায়িত্ব নেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার দাবার দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। তৃণমূল নেতা গুলমহম্মদ মোল্লা জানিয়েছেন, তিনি সপ্তাহ খানেক আগে ওই অনাথদের খবর জানতে পারেন। তারপরই খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগকে সাথে নিয়ে নিয়ে তাদের বাড়িতে আসেন।
সাথে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল ও এলাকার তৃণমূল নেতৃত্ব। এদিন তিনি তাদের বেশকিছু খাবার দাবার তুলে দেন। পাশাপাশি ছোট মঙ্গলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন গুলমহম্মদ। পাশাপাশি সময় সময় পরিবারটির খাবার দাবার দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এমন কাজে খুশি হয়েছেন এলাকার মানুষরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct