আপনজন ডেস্ক: ২৪ সপ্তাহের পর গর্ভপাত করা আইনত অপরাধ।অথচ নজিরবিহীনভাবে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ চিকিৎসকদের পরামর্শ মেনে মা ও সদ্যজাতর ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ৷ বিবাহের পর থেকেই শারীরিক সমস্যার কারণে সন্তানলাভ থেকে বঞ্চিত ছিলেন উত্তর কলকাতার এক দম্পতি৷ দীর্ঘ চিকিৎসার পর অবশেষে ওই মহিলা গর্ভবতী হন৷ কিন্তু গর্ভ ধারণের পর থেকেই অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে৷ একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করালেও সমস্যার সমাধান হয়নি৷ চিকিৎসকেরা ওই দম্পতিকে জানিয়ে দেন, এই অবস্থায় সন্তান প্রসব করলে সমস্যা আরও বাড়তে পারে৷ যার জেরে মা ও শিশু দুজনের ভবিষ্যতই বড়সড় ব্যাধির মুখোমুখি হতে পারে৷যেহেতু ২৪ মাসের পর গর্ভপাত আইনত বেআইনি৷তাই আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি৷ তাঁদের আবেদনের ভিত্তিতে এসএসকেএম হাসপাতালে ৯ সদস্যের চিকিৎসকের একটি কমিটি গঠন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। চিকিৎসক দলের তরফেও আদালতকে জানানো হয়, পরিস্থিতি যা তাতে সন্তান প্রসব করলে মা ও সদ্যজাত দুজনেই বাকি জীবন চরম সমস্যার মধ্যে থাকতে হবে৷ এরপরই গর্ভপাতের অনুমতি মঞ্জুর করেন বিচারক৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct