অমরজিৎ সিং রায়,বালুরঘাট,আপনজন: ‘দিদি হয় আমাদের নিয়োগ দিন, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন।’ দ্রুত নিয়োগের দাবিতে এভাবেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত তাদের নিয়োগ করতে হবে। আর তা না হলে পরিবার সহ তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়া হোক! জানা গিয়েছে, ২০১৪-প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট-ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার চাকরির দাবিতে জেলাশাসকের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। দীর্ঘদিন আগে তাঁরা প্রাথমিক টেট পাস করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা পরেও তাদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। তাই এদিন বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পুরো বিষয়টি জেলা শাসকের কাছে লিখিতভাবে জানান চাকরিপ্রার্থীরা। এবিষয়ে আন্দোলনরত এক চাকরি প্রার্থী জানান, ২০২০ সালের ১১ নভেম্বর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন, প্রাথমিকে ২০ হাজার প্রশিক্ষিত প্রার্থী রয়েছে। তাদের মধ্যে থেকে ১৬৫০০ কে দ্রুত নেয়া হবে। সেখান থেকে আরটিআই এর মাধ্যমে আমরা জানতে পারি, নিয়োগ হয়েছে প্রায় ১০ জন। বাকি নিয়োগ প্রক্রিয়া এখনো থমকে রয়েছে। প্রায় এক বছর হতে চলল বাকিদের নিয়োগ হচ্ছে না। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে নট-ইনক্লুড প্রার্থী যত জন রয়েছেন তাদের সকলকে নিয়োগ পত্র দিতে হবে। নতুবা আমাদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct