আপনজন ডেস্ক: এবার আফগানিস্তানে একটি কুয়ায় আটকা পড়ল ৯ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ জাবুল প্রদেশে। দু দিন ধরে আটকে থাকা ৯ বছরের ওই শিশুটিকে উদ্ধার করে আপৎকালীন কর্মীরা হিমশিম খাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কুয়ার ভেতর শিশু হায়দার আটকা পড়েছে। শিশুটিকে দুই বাহু ও শরীরের ওপরের অংশ নাড়াতে দেখা যায়। ভিডিওতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, তুমি ঠিক আছো? আমার সঙ্গে কথা বল এবং কান্না করো না। তোমাকে বের করে আনার জন্য আমরা কাজ করছি। ভেতর থেকে শিশুটি করুণকণ্ঠে—‘আমি কথা বলব’ বললে তা শোনা যায়। উদ্ধারকারীরা কুয়ার ভেতর রশি ফেলে ক্যামেরা দিয়ে এই ভিডিও ধারণ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শিশু হায়দার ৩৩ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে। অ্যাম্বুলেন্স, অক্সিজেন নিয়ে একটি টিম সেখানে উপস্থিত আছেন। উদ্ধারকারীরা শিশুটিকে উদ্ধার করতে গর্ত খুড়ছে। দুই সপ্তাহ আগে মরক্কোতে একই ধরনের একটি ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। রায়ান নামে এক শিশু কুয়ায় পড়ে যায়। পাঁচদিন পর শিশু রায়ানকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct