রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: ১৭ই ফেব্রুয়ারি দিনেই নিমতিতা স্টেশনে বোমা হামলার মুখে পড়েছিলেন রাজ্যের তৎকালীন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। সেই হামলার এক বছর হলেও কোনোরকম ক্ষতিপূরণ না মেলায় পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন হামলায় জখমরা। বৃহস্পতিবার বিকেলে সুতি থানার অরঙ্গাবাদের নেতাজি মোড় থেকে হকসাহেব মোড় পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে ও বুকে কালো ব্যাজ পরে এই প্রতিবাদ সভায় সামিল হন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেন ও জখম আরো ২৬ জনের পরিবার। তাদের সহমর্মিতা জানাতে প্রতিবাদ মিছিলে শামিল হন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। উল্লেখ করা যেতে পারে, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে কলকাতা যাবার জন্য নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় হঠাৎ তৎকালীন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা করা হয়। ঘটনায় গুরুতর জখম হন মন্ত্রী সহ মোট ২৭ জন। তারপরেই কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠে। জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে ক্ষতিপূরণ সহ মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ সভা করে জখমরা।
হামলায় জখম হয়ে অক্ষম হয়ে কার্যত চরম কষ্টে দিন গুজরান করছেন। তিনিও আন্দোলনে সামিল হয়ে জানান, হামলার স্বীকার হয়ে আমরা খুব সমস্যায় রয়েছি। কোনোরকম টাকা পয়সা নয়, আমরা চাকুরী চাই। নাহলে কিভাবে সংসার চালাবো? এদিকে আন্দোলনে সামিল হয়ে বিধায়ক জাকির হোসেন জানান, হামলার এক বছর অতিবাহিত হলেও এখনও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। এনআইএ ঠিকমতো তদন্ত করেনি। খুব দুর্ভাগ্যজনক ভাবে জখম রা অসহায়ত্বের দিন কাটাচ্ছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিপূরণ প্রদান না করলে আগামীদিনে ট্রেন অবরোধ করার হুঁশিয়ারি দেন জাকির হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct