আপনজন ডেস্ক: সান সিরোয় প্রথমে ফার্নান্দো তোরেস হয়ে উঠলেন রবার্তো ফিরমিনো। পরে মোহাম্মদ সালাহও স্কোরশিটে নাম লেখান। লিভারপুলের সাবেক স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে ফিরমিনোর মিল খুব সামান্যই। তবে ইন্টার মিলানের মাঠে কিছু সময়ের জন্য তোরেসের স্মৃতি ফিরিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এক যুগেরও বেশি সময় আগে ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগে সবশেষ ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল লিভারপুল। সান সিরোয় ফিরতি লেগে ৬৪ মিনিটেও তোরেসের গোলে জিতেছিল ইংলিশ ক্লাবটি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ইন্টারের মাঠে ফিরে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্তও গোলশূন্য থাকায় একজন তোরেসের খোঁজ করছিল লিভারপুল। ৭৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন ফিরমিনো। তখন মনে হচ্ছিল, হয়তো তোরেসই হয়ে উঠবেন ফিরমিনো। কিন্তু ৮ মিনিট পর ট্রেন্ট-আলেক্সান্দার আর্নল্ডের দুরপাল্লার বল পেয়ে শট নেন সালাহ।মিসর ফরোয়ার্ডের শট ইন্টার ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। ইন্টার গতিময় ফুটবল খেললেও শেষ পর্যন্ত শেষ ষোলো প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ২-০ গোলের জয় তুলে নেয় লিভারপুল। কোচ সিমোন ইনজাঘির ৩-৫-২ ছকের সামনে প্রথমার্ধে ভুগেছে লিভারপুল। বাঁ প্রান্তে ইভান পেরিসিচের গতি ও কুশলী খেলার সঙ্গে পেরে ওঠেননি লিভারপুলের ট্রেন্ট-আলেক্সান্দার আর্নল্ড। চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হার্ভে এলিয়টও পেরিসিচের নাগাল না পাওয়ায় দুই অর্ধেই বেশির ভাগ আক্রমণ বাঁ প্রান্ত দিয়েই করেছে ইন্টার। প্রথমার্ধে তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার হাকান কালাহানগ্লু পোস্ট কাঁপানো ছাড়া লিভারপুলের বড় পরীক্ষা নিতে পারেনি ইন্টার। চারটি পরিবর্তন নিয়ে ৪-৩-৩ ছকে একাদশ সাজানো লিভারপুল কোচ ক্লপের ঘাম ছুটে গিয়েছিল বিরতির পর। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে ও রবার্টসনদের রক্ষণকে রীতিমতো ভুগিয়েছেন পেরিসিচ-এডিন জেকো জুটি। কোনাতে দুর্দান্ত ডিফেন্ডিংয়ে দুটি গোলের সুযোগ নষ্ট করেন ইন্টারের। দুই দলই গতিময় ফুটবল খেলায় গোলশূন্য থাকা ম্যাচও উপভোগ্য হয়ে উঠছিল। প্রথমার্ধের শেষ মিনিটে মিডফিল্ডার ডিয়েগো জোতাকে তুলে ফিরমিনোকে মাঠে নামান ক্লপ। এরপর ৫৯ মিনিটে ফরোয়ার্ড সাদিও মানেকে তুলে নামান উইঙ্গার লুইজ দিয়াজকে। লিভারপুলের খেলায় ধার বাড়ে। তবে ৬৩ মিনিটের মাথায় দুরপাল্লার পাস পেয়ে জেকোর করা গোলটি অফ সাইড না হলে ইন্টারই এগিয়ে যেত ম্যাচে। কিন্তু ৭৫ মিনিটে দুরের পোস্টে করা নিখুঁত হেডে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct