রঙ্গিলা খাতুন,মুর্শিদাবাদ,আপনজন: দীর্ঘ ২৩ মাস পরে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম খুলছে। শুরু হবে পঠন পাঠন। কোভিড মহামারী পরিস্থিতির পর, সোমবার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যে সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বুধবার থেকে শুরু হবে পঠন পাঠন। যদিও বর্তমানে পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করা হয়েছে। খোলা আকাশের নীচে ক্লাস করছে খুদে পড়ুয়ারা। তবে আর খোলা আকাশের নীচে নয়, ক্লাসের মধ্যে হবে পঠন পাঠন। সোমবার সন্ধ্যায় নির্দেশিকা আসার পরেই মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল স্কুল খোলার প্রস্তুতি।
পাড়ায় শিক্ষালয়ে কর্মসূচি আজ থেকে সমাপ্ত, বুধবার থেকে শুরু আগের মতো শুরু প্রথম থেকে সপ্তম স্কুলে ক্লাস। তার আগে স্কুল গুলোতে চলছে স্যানিটাইজেশের কাজ। চলতি মাসের গোড়াতে অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল পঠনপাঠন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস হচ্ছিল ‘পাড়ার শিক্ষালয়ে’। কিন্তু তাতে বিভিন্ন অসুবিধা পড়ুন হচ্ছিল ,পড়ুয়াদের। বুধবার থেকে স্কুল খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষামহল। স্কুল বন্ধ থাকায় বহু পড়ুয়ার পড়াশুনোয় সমস্যা হচ্ছিল। প্রভাব পড়ছিল শিশুদের মানসিক স্বাস্থ্যেও। ফলে স্কুল খোলার দাবি জোরাল হচ্ছিল। ফলে খুশির হাওয়া পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলেই। ক্লাসরুমে জীবাণুমুক্তকরণ স্প্রে, ক্লাসের বেঞ্চ পরিষ্কার করলেন স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ জেলার কান্দি, জঙ্গিপুর, বহরমপুর সহ বিভিন্ন স্কুলে এই চিত্র দেখা গেল মঙ্গলবার সকাল থেকেই। মুর্শিদাবাদ জেলাতে ৩১৮৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত শেষ হল পাড়ায় বিদ্যালয় কর্মসূচি। গত ৭ই ফেব্রুয়ারি থেকে এই প্রকল্প চালু করা হয়। খোলা আকাশের নীচে পঠন পাঠন দিচ্ছিলেন শিক্ষক ও শিক্ষিকিরা। তবে তারা খোলা আকাশের নীচে নয়, এবার ক্লাস রুমে শুরু হবে পাঠ দান কর্মসূচি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct