সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধান সভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার, সেই মতো দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছিল। পরে করোনা মহামারীর কারণে বন্ধ করা হয় দুয়ারে সরকার ক্যাম্প। করোনা মহামারী কাটিয়ে ছন্দে ফিরছে স্বাভাবিক জনজীবন।
তার পরে রাজ্য সরকার ঘোষণা করেন যে ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে।সেই মত আজ মঙ্গলবার জলঙ্গী ব্লকের কাঁটাবাড়ি ও চোয়াপাড়া অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়।সেই ক্যাম্প পরিদর্শন করলেন জলঙ্গী বিধান সভার বিধায়ক আব্দুর রাজ্জাক ও বিডিও শোভন দাস সহ অন্য আধিকারিক গণ। এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি প্রকল্পের সঙ্গে বাল্যবিবাহ সহ শিশুদের পুষ্টিকর খাদ্য কোনটা ভালো সেই বিষয়ে প্রচার করা হয়। এদিন বিডিও শোভন দাস বলেন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কিছু যোগ হয়েছে,এবং এই ক্যাম্পে বাল্যবিবাহের বিরোধিতার অনুকরণে পথ নাটিকা মধ্যে দিয়ে সাধারণ মানুষ কে সচেতন করেন স্কুলের ছাত্রীরা।এদিন চোয়াপাড়া অঞ্চলে ও কাঁটাবাড়ি অঞ্চলের দুয়ারে সরকার ক্যাম্প বিধায়ক সহ কয়েকজন আধিকারিক দের সঙ্গে নিয়ে পরিদর্শন করলাম বলেও জানালেন বিডিও শোভন দাস। একি ভাবে বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মত।রাজ্য সরকার সব সময় মানুষের পাশে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct