নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: একশো দিন প্রকল্পে ব্যাপক দুর্নীতি,মৃত ব্যক্তির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ ও জব কার্ড করিয়ে দেওয়ার নাম করে ৫০০-১০০০ টাকা দাবির অভিযোগ তুলে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জৈনব নেশার হাতে ছয় দফা দাবি পত্র তুলে দিলেন হরিশ্চন্দ্রপুর বাম সংগঠনের সদস্যরা।ডেপুটেশনে যে দাবিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল,১০০ দিনের কাজের প্রকল্পে ২০০ দিন কাজ দিতে হবে৷মাটি কাটার কাজে জেসিবি নয়, শ্রমিকদের দিয়ে কাজ করাতে হবে৷ সমস্ত বয়স্ক ব্যক্তি ও বিধবাদের দ্রুত ভাতা প্রদান করতে হবে। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ডিওয়াইএফআই -এর সম্পাদক প্রবিন কুমার দাস অভিযোগ করেন, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা সব পঞ্চায়েতে হয়ে থাকলেও মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না কেন? ১০০ দিন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা ভুয়ো জব কার্ড দিয়ে তুলে আত্মসাৎ করছে সুপার ভাইজার ও পঞ্চায়েত সদস্যরা, সবকিছু জেনেও প্রধান কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? এই ব্যাপারে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জৈনব নেশা দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct