অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে কর্মী সভা করলেন মন্ত্রী শশী পাঁজা। বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভা নির্বাচন উপলক্ষে বালুরঘাটের একটি বেসরকারি ভবনে সোমবার দলীয় প্রার্থী, কনভেনার, চিফ ইলেকশন এজেন্ট ও জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্তের সাথে বৈঠক করেন তিনি। এদিনের এই কর্মীসভায় রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল কুমার বসাক, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস, বালুর০ঘাট টাউন বিজেপির সভাপতি বিমান দাস,যুব তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অম্বরিশ সরকার সহ আরো অনেকে।
এবিষয়ে মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার দুটি পুরসভার নির্বাচনী অবজারভার শশী পাঁজা জানান, ‘আমরা আশাবাদী সবকটি আসনে আমরা জয়লাভ করবো। মানুষ কেন্দ্র সরকারের ভূমিকা দেখছেন আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ দেখছেন। আর তা থেকেই আমরা ভীষণভাবে আশাবাদী। বারো মাসে ৩৬৫ দিন ধরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজনৈতিক এবং সামাজিক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকে। আমরা আবারও সাধারণ মানুষের কাছে সেই সুযোগ চেয়ে নিচ্ছি বালুরঘাট এবং গঙ্গারামপুরে সাধারণ মানুষের জন্য কাজ করবার । ২০১৮ সালের পর থেকে যে নির্বাচনটি হয়নি সেই নির্বাচনে জয়লাভ করে এই পুরসভা দুটি পরিচালনা করার দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবার।’
অন্যদিকে এবিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ‘মানুষ যাতে স্বাধীনভাবে নিজেদের মতো করে ভোট দিতে পারেন সে বিষয়ে আমরা কর্মীদের আশ্বস্ত করছি। যাতে আমাদের কেউ কালিমালিপ্ত না করতে পারেন। মানুষের ভোট নিয়ে আমরা বিধানসভায় যেভাবে জয়ী হয়ে এসেছি, সমস্ত নির্বাচনে আমরা সেটাই চাই। মাঝে মাঝে বিভিন্ন নির্বাচনে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়। তবে নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে সে মিথ্যা অভিযোগগুলো বারবার মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।’ পাশাপাশি টিকিট নিয়ে ক্ষোভ বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব জানান, ‘একটি টিকিটের জন্য ৫ জন যোগ্য হতেই পারেন । কিন্তু আমরা একজনকে সেই টিকিট টা দিতে পারি। সুতরাং সেরকমই হয়েছে।’ পাশাপাশি যদি তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হয় তাহলে চেয়ারম্যান কে হবেন সেই প্রসঙ্গে বিপ্লব জানান, সে বিষয়টি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন।
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উজ্জ্বল বসাক জানান, আসন্ন দুটি পুরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভা করতে মন্ত্রী শশী পাঁজা আমাদের জেলায় এসেছিলেন। দুটি পুরসভায় জয়ের বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct