রঙ্গিলা খাতুন, কান্দি: কান্দি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কান্দি কংগ্রেস প্রার্থীদের সঙ্গে মিটিং করতে সোমবার কান্দিতে এলেন অধীর চৌধুরী। সোমবার কান্দি বাসস্ট্যান্ড থেকে কর্মীদের নিয়ে পায়ে হেঁটে কংগ্রেস কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয় নির্বাচন কমিশনারকে ভেড়ার দল বলে তোপ দাগেন। তিনি বলেন চারটি পৌরসভা নির্বাচনে অশান্তির চিত্র, কংগ্রেস শুরু করে যেভাবে বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে তদুপরি ভোটের দিন ভোট লুট করেছে, সব দেখেও নির্বাচন কমিশন চুপ, অভিযোগ পেয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়েনি। এইভাবে ভোট করার কোনো মানে হয়না বলে জানান চৌধুরী। প্রসঙ্গত কান্দি রাজ কলেজের দীর্ঘদিনের প্রফেসর ছিলেন বিদিৎ কুমার দাস, গত ১৯ জানুয়ারী মৃত্যু হয়। সোমবার মৃত বিদিৎ কুমার দাসের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তার সঙ্গে কান্দিতে শান্তি পুর্ণ ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে শান্তি পূর্ণ নির্বাচনের দাবি করেন।
এরপরই কান্দির বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিক বৈঠক করে করে পাল্টা অধীরের বিরুদ্ধে ভোট লুটকারী নেতা বলে তোপ দাগেন। বিধায়ক অপূর্ব সরকার বলেন, ‘আমরাও যখন কংগ্রেসে ছিলাম এই অধীর বাবু কান্দির পৌরসভার ভোট লুট করার জন্য পরামর্শ দিতেন। আর আজকে তিনি বড়ো বড়ো কথা বলছেন। লকডাইনে মানুষের বিপদের দু বছর কোথায় ছিলেন তিনি? আজ মিষ্টি মিষ্টি কথা বলে কান্দির মানুষকে ভোলাতে এসেছেন। জেনে রাখবেন কান্দির মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথেই আছেন এবং থাকবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct