আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ায় সমুদ্র সৈকতে জোয়ারের ঢেউয়ে ভেসে গিয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার ভোররাতে পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে এ ঘটনা ঘটে।সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি মধ্যরাতে পরস্পরের হাত ধরে ধ্যান করছিলেন বলে জানা গেছে।স্থানীয় পুলিশ প্রধান হেরি পুরনোমো টিভি ওয়ানকে বলেছেন, তারা সমুদ্রের খুব কাছাকাছি ছিল এবং জোয়ারের ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গেলে তারা আত্মরক্ষা করতে পারেনি। সমুদ্র থেকে ১০টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী আরও একব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।
পূর্ণোমো বলেন, মুসলিম প্রধান অঞ্চলে এই দলটি কি ধরনের আচার-অনুষ্ঠান পালন করছিল তা স্পষ্ট নয়। তবে, এই আচার অনুষ্ঠানের নেতৃত্বদানকারী আধ্যাত্মিক গুরু এই ঘটনায় বেঁচে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct