আপনজন ডেস্ক: প্রত্যাশিতভাবে রাজ্যের চার পুরনিগমের নির্বাচনে তৃণমূল দাপটের সঙ্গে ক্ষমতা দখল করেছে। সেইসঙ্গে এই সব পুরনিগমের ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিংহভাগ সংখ্যালঘু ভোট তাদের দিকেই গেছে। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের ফলাফলে দেখা যাচ্ছে মোট ২২৬টি আসনে মধ্যে মোট ২২জন মুসলিম কাউন্সিরর জয়ী হয়েছেন। তাদের মধ্যে ছজন মহিলা। তবে জয়ী মুসলিম কাউন্সিলরদের মধ্যে সিংহভাগই তৃণমূল কংগ্রেসের। ১৫জন তৃণমূল কংগ্রেসের, কংগ্রেসের তিনজন, সিপিএমের দুজন ও নির্দলের দুজন সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন।
তৃণমূল কংগ্রেসের হয়ে সবচেয়ে বেশি মুসলিম কাউন্সিলর আসানসোল পুরনিগমে। আসানসোল পুরনিগমের ১০৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের মুসলিম কাউন্সিলরের সংখ্যা ১০ জন, কংগ্রেসের তিনজন ও সিপিএম ও নির্দলের একজন করে। বিধাননগর পুরনিগমে ৪১টি আসেনের মধ্যে মোট চারজন মুসলিম কাউন্সিল জয়ী হয়েছেন। তাদের মধ্যে তিনজন তৃণমূল কংগ্রেসের। অপরজন নির্দল। এছাড়া, ৩২ আসন বিশিষ্ট চন্দননগর ও ৪৭টি আসন বিশিষ্ট শিলিগুড়ি পুরনিগমে একজন করে মুসলিম কাউন্সিলর জয়ী হয়েছেন।বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মণ্ডল জিতে গেছেন। মমতা ভোট পেয়েছেন ৩৩৩৫ ভোট। দ্বিতীয় স্থান দখল করেছে সিপিআইএম। সিপিএমের রিঙ্কু রহমান ২১৮৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে চলে গেছে তৃণমূল। তৃণমূলের সেলিমা বিবি মণ্ডল পেয়েছেন ২০২৬টি ভোট।
উল্লেখ্য, গত বারের নির্বাচনে এই ১২ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের আজিজুল মণ্ডল। কিন্তু তাকে এবার তৃণমূল টিকিট না দেওয়ায় তিনি নির্দল হিসাবে দাঁড় করান তার ভ্রাতৃবধূ মমতা বিবি মণ্ডলকে। বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী হিসেবে সেই প্রার্থী মমতা মণ্ডল জয়ের মুখ দেখলেন। তবে, বিধাননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী রহিমা বিবি মণ্ডল ৯ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। ৪ নম্বর ওয়ার্ডে শাহনওয়াজ আলি মণ্ডল ফের জিতে গেলেন। তিনি ১০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সিরাজুল হক প্রায় তিন হাজার ভোটে জিতেছেন।
চার পুরনিগমে যেসব সংখ্যালঘু জয়ী হয়েছেন:
আসানসোল পুরনিগম: ৪ সেখ সান্দার, তৃণমূল। ১১ মুহাম্মদ আরিফ আলি, তৃণমূল। ২৪ ফানসাবি বেগম (আলিয়া), তৃণমূল। ২৫ এস এম মুস্তাফা, কংগ্রেস। ২৬ ওয়াসিমুল হক, তৃণমূল। ২৮ গোলাম সরওয়ার, কংগ্রেস। ৩৫ আখতারি খাতুন, তৃণমূল। ৪৩ আমনা খাতুন, সিপিএম। ৫৯ জাকির হুসেন, তৃণমূল। ৬৩ সেলিম আখতার আনসারি, তৃণমূল। ৬৫ নাদিম আখতার, নির্দল। ৮২ নারগিস বানু, তৃণমূল। ৮৩ মুহাম্মদ হজরতুল্লাহ (বাপি দা), তৃণমূল।৮৯ মুজাম্মেল হোসেন (শাহজাদা), তৃণমূল। ৯৮ কাহকাসান রিয়াজ, তৃণমূল।
বিধাননগর পুরনিগম: ২ রহিমা বিবি মণ্ডল, তৃণমূল। ৪ শাহনওয়াজ আলি মণ্ডল, তৃণমূল। ১২ মমতা মণ্ডল, নির্দল। ১৩ সিরাজুল হক, তৃণমূল।
শিলিগুড়ি পুরনিগম: ৬ আলম খান, তৃণমূল। ৪৫ মুন্সী নুরুল ইসলাম, সিপিএম।
চন্দননগর
১১ সামাদ আলি (চুন্না), তৃণমূল
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct