রঙ্গিলা খাতুন, কান্দি: এ কেমন নির্দল প্রার্থী! যার নির্বাচনী প্রচারের ব্যানারে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার কথা। শুনতে অবাক লাগলেও সত্য। ‘চিহ্নটি ‘কল ‘দেওয়া থাকলেও স্লোগান উঠছে বিধানসভার বিধায়ক তথা তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার মনোনীত প্রার্থী গুরু প্রসাদ মুখার্জীকে বিপুল ভোটে জয়ী করুন। শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য কান্দিতে ১৮ টি ওয়ার্ডেই আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ১৭ টি, সিপিআই ৫, সিপিআই(এম) ৫, কংগ্রেস ১৭ আসনে ভোটে লড়বে। থাকছেন ১৭ জন নির্দল প্রার্থী। কান্দিতে মোট প্রার্থী ৭৯ জন। তৃণমূলের গোঁজপ্রার্থীর নতুন অবতার দেখা গেল মুর্শিদাবাদের কান্দিতে। সেখানে দলের টিকিট না পেয়েও‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে’প্রচারে নেমে পড়লেন বিধায়ক মনোনীত প্রার্থী গুরুপ্রসাদ মুখোপাধ্যায়।
কান্দি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে নেমেছেন গুরুপ্রসাদবাবু। তাঁর চিহ্ন টিউবওয়েল। রবিবার এলাকায় প্রচার শুরু করেন তিনি। আর তখনই থমকে দাঁড়ান পথচলতি মানুষজন। টিউবওয়েল চিহ্নের নির্দল প্রার্থীর ব্যানারে লেখা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন ও উন্নয়নের ধারা বজায় রাখতে নির্দল প্রার্থী গুরুপ্রসাদ মুখার্জীকে ভোট দিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুপ্রসাদবাবু বলেন, “এই ওয়ার্ডের কাউন্সিলর দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাই বিধায়ক অপূর্ব সরকার আমাকে এই ওয়ার্ডে মনোনীত করেছেন।” কিন্তু ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কেন? জবাবে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটা উন্নয়নের ব্র্যান্ড। আমি নির্বাচনে সেই ব্যান্ডকে ব্যবহার করার চেষ্টা করছি। ভোটে জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে উন্নয়ন করার চেষ্টা করব।” এছাড়াও তিনি জানান “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্র্যান্ড। আমি সেই ব্র্যান্ডকে কাজে লাগানোর চেষ্টা করেছি।”
যদিও এই নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মুনমুন সিনহা সাংবাদিকদের বলেন পার্টিকে জানিয়েছি, পার্টি নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এ বিষয়ে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন সামনে দিন সাংবাদিকদের প্রেস মিট করে জানিয়ে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct