মঞ্জুর মোল্লা, নদিয়া: নদীয়ার নবদ্বীপ পৌরসভা নির্বাচনে হাতে মাত্র কয়েকটা দিন বাকি তার আগে বিজেপি বড়োসড়ো ভাঙ্গন পৌর নির্বাচনের প্রাকমুহুর্তে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন নদীয়ার নবদ্বীপে।পৌর নির্বাচনের বাকি হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন। ঠিক আগের মুহূর্তে বড়োসড়ো ভাঙ্গন নবদ্বীপের বিজেপিতে। বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বর্গ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। নির্বাচনের আগেকর্মী-সমর্থকদের দলত্যাগের এই ঘটনা নবদ্বীপ পৌর এলাকায় বিজেপির শক্তি অনেকটাই ক্ষুন্ন হলো, যার প্রভাব সরাসরি পড়বে নির্বাচনের ভোট বাক্সে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। শনিবার সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে প্রকাশ্যে এক দলীয় কর্মী সভায় বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা যোগদান করেন তৃণমূলে। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম। সভামঞ্চে বিজেপি থেকে আগত দলত্যাগী কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও প্রাক্তন পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।১৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে। আসন্ন নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সহ বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করে জয়লাভ করবেন তিনি বলে জানান তৃণমূল প্রার্থী শিক্ষক নিতাই চন্দ্র দাস। পৌরসভা নির্বাচনের আগে নদীয়ার বিভিন্ন পৌরসভাতে বিজেপির ভাসন কার্যত গেরুয়া শিবিরে বড় ধাক্কা বললেই চলে কয়েকদিন আগেই কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাস মারধর করার অভিযোগ দলের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি জেলা কার্যালয় তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা অভিযোগ পৌরসভা নির্বাচনে টাকা-পয়সা লেনদেনের প্রার্থী বাছাই করেছি বলে এমনটাই অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করে জেলা সভাপতি জেলা কার্যালয় কৃষ্ণনগর পৌরসভার প্রার্থীদের নিয়ে যখন বৈঠক করছিলেন ঠিক তখনই দলের কর্মীরা সভাপতির ওপর এ হামলা চালায় বেধড়ক মারধর করা হয় এবং তারপরে দলের কর্মীরা হাসপাতালে ভর্তি করে আপাতত শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক ভবন এবং গোষ্ঠী কোন্দলের জেরে কার্যত জেলায় দুশ্চিন্তায় গেরুয়া শিবির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct