আপনজন ডেস্ক: ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের লাস্ক শহরের বিমানঘাঁটিতে যুদ্ধ বিমানগুলো অবতরণ করে। অবশ্য পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক কতগুলো যুদ্ধবিমান নেমেছে জানাননি। এর আগে সেখানে ৩৫০ জন সেনা মোতায়েন করে যুক্তরাজ্য। পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটি সফর করেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক লিখেছেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বিমান টহল মিশনকে সহায়তা করবে।পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনকে ঘিরে থাকা মিত্র দেশগুলোতেও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct