নাজিম আক্তার, রতুয়া: দীর্ঘ দুই বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে রাস্তা।প্রতিদিন ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা।স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনকে বলেও হয়নি কোনো কাজের কাজ।তাই রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামলেন গাড়ি চালকেরা।শনিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। জানা যায় মালদার রতুয়া-২ নং ব্লকের পুকুরিয়া মোড় থেকে পুকুরিয়া ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা দু’বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।সমস্ত রকম প্রশাসনিক কার্যালয় যেতে গেলে এই রাস্তার উপর নির্ভর করতে হয় রতুয়া-২ নং ব্লকের সমস্ত জনসাধারণকে।কোথাও পিচ উঠে গিয়ে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। তাই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো, অটো ও ম্যাক্সি চালকেরা। এদিন প্রায় তিন ঘন্টা যাবত পথ অবরোধ চলে।অবরোধের জেরে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়।এরপর প্রশাসনিক কর্মকর্তারাদের আশ্বাসে অবরোধ উঠে যায়। রতুয়া-২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নইমুদ্দিন হক জানান, প্রায় দুই বছর থেকে এ রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ব্লক অফিস,থানা ,বি এল আর ও অফিস, হাসপাতাল যেতে গেলে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। রাস্তা খারাপ হওয়ায় খুবই সমস্যায় পড়তে হচ্ছে জনসাধারণকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct