আপনজন ডেস্ক: আবারও বন্ধ হল শিবপুরের হাওড়া জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুললো মিল গেটে। এরই প্রতিবাদে এদিন মিলের গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সামিল হন এখানকার শ্রমিকরা। মিলের শ্রমিক সংগঠনের সদস্য জানান, ২০১৩ সাল থেকে ইচ্ছাকৃতভাবে মিলে অচলাবস্থা তৈরি করছে মিল কর্তৃপক্ষ।এর আগেও অনেকবার মিল বন্ধ করেছে। অভিযোগ, এবারও কোনও আলোচনা না করে মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। ফলে সমস্যায় পড়লেন এখানকার প্রায় ২,৪০০ শ্রমিক। শুক্রবার মিলের শ্রমিকদের ছুটি থাকে। সেই সুযোগে বিদ্যুতের সংযোগ ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে কর্তৃপক্ষ এমনও অভিযোগ উঠেছে।
আর বিদ্যুৎ নেই বলে মিল বন্ধ রাখা হয়েছে বলে অজুহাত দেখানো হচ্ছে। আরও অভিযোগ, এই অজুহাতে শ্রমিকদের চলতি সপ্তাহের মজুরি বকেয়া রেখেই মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে জি টি রোডের হাওড়া মিলস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন এখানকার শ্রমিকরা। তাদের দাবী অবিলম্বে মিল খুলতে হবে। নাহলে বড়সড় আন্দলনের পথে তাঁরা হাঁটতে বাধ্য হবেন। যদিও মিল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে রাজি হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct