রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদ: সকাল থেকে মুর্শিদাবাদের সুতি জেলায় পুলিসের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ায় এলাকার মানুষ৷ কারণ, এক ছাত্রীকে বোরখা-হিজাব পরে স্কুলে ঢুকতে নিষেধ করা হয়েছে৷ এই অভিযোগ ঘিরেই রণক্ষেত্রের চেহারা নেয় সুতির বহুতালী স্কুল চত্বর৷ কর্ণাটকের পর এবার হিজাবের রেস আঁচড়ে পড়ল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতির বহুতালিতে । সারা বিশ্ব জুড়ে যখন হিজাব নিয়ে শোরগোল তখনই বহুতালি উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টারের মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে যে, প্রধান শিক্ষক শুক্রবার এক ছাত্রীকে হিজাব তথা বোরখা পড়ে স্কুলে আসতে বারণ করার পাশাপাশি হুশিয়ারী দেন যে, হিজাব তথা বোরখা পড়ে আসলেই নাম বাতিল করা হবে। এমন মন্তব্য ঘিরেই শনিবার সকল এলাকাবাসী স্কুল ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। আরও জানা যায় যে, বেশ কিছু এলাকাবাসি এসেই সকল শিক্ষক এবং শিক্ষিকাদের বিক্ষিপ্ত জনতার হাত থেকে রক্ষা করেন পাশাপাশি ঘটনাস্থলে সুতি-১ ব্লক আধিকারিক এবং সুতি থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগীতায় বিক্ষোভ বন্ধ হয়।।
উল্লেখ্য জানুয়ারি মাসের শেষ দিকে কর্ণাটকের উদুপি জেলায় একটি কলেজে হিজাব পরে ঢুকতে চাইলে ৬ মুসলিম ছাত্রীদের বাধা দেওয়া হয়। মুসলিম ছাত্রীদের ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় উগ্র হিন্দুত্ববাদী যুবকরা। চলে একের পর এক বাদ বিবাদ। এরপরই উদুপি সহ কর্নাটকের বেশ কয়েকটি জেলায় হিজাব নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। যার জেরে দেশব্যাপী আছড়ে পড়ে বিতর্ক এবং বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে কর্ণাটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। মামলা গড়ায় সুপ্রিমকোর্ট অবধিও।
এর আগে হিজাব বিতর্কে কলকাতায় মুসলিম পড়ুয়ারা বিক্ষোভ দেখালেও, এই ইস্যুতে এত বড় জনরোষের ঘটনা বাংলায় এই প্রথম। হিজাব বিতর্কে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বতোভাবে প্রস্তুত রাজ্য। প্রতিটি থানাকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct