মঞ্জুর মোল্লা, নদিয়া: নদিয়ার কৃষ্ণনগরে এমএ পাস করে ফুচকা করছেন যে রাঁধে সে চুলও বাঁধে, এমনই এক নারী শক্তির পরিচয় পাওয়া গেল নদিয়ার কৃষ্ণনগরে, কৃষ্ণনগর শক্তিনগর,এলাকার বাসিন্দা শিমপি সাহা। ইতিমধ্যে তিনি এমএ পাস করেছেন দিচ্ছেন বহু সরকারি চাকরির পরীক্ষা, তারপর বাবার সংসারের হাল ফেরাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করার জন্য নিজের বাড়ির সামনেই ফুচকার দোকান করে ফুচকা বিক্রি করে চলেছেন তিনি। একে করোনা পরিস্থিতি তার ওপর সংসারের হাল বেহাল তাই বাবাকে সাহায্য করতেই শিমপির এই উদ্যোগ বলে তিনি জানান।সে গান করতে ভালোবাসে,সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কয়েক দিন রেওয়াজ করেও তা তুলে রাখতে হয়েছে অর্থ কষ্টের জন্য। তাই নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সংসারের হাল ফেরাতে তাই এই ফুচকার দোকান করে সংসারে অভাব মেটানোর চেষ্টা করছে সে।রবীন্দ্র সংগীত ,আধুনিক গানের প্রতি দূর্বলতা আছে তার এখনো তবে অর্থাভাবে তা আজ বিলীন হতে চলেছে। অপরদিকে মা নার্ভের রুগী। ঔষধ খরচের জন্য হাতে একদম পয়সা নেই, কোনরকমে চিকিৎসা চলছে। তাই এই ফুচকা বাবস্যাটা অনেকটাই নির্ভরতা দিচ্ছে সিমপি সাহাকে।
কিছুদিন আগে একটি রেল স্টেশনে ইংলিশ চাওয়ালি শুনেছেন কৃষ্ণনগরে এমএ পাস করে ফুসকাওয়ালী দীর্ঘদিন লকডাউন এর জেরে পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য তার এই অভিনব উদ্যোগ জানান আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবীরা সবাই আমার দোকানে ফুচকা খেতে আসে সেই সঙ্গে এলাকার ছোট ছোট বাচ্চা তারাও আমার হাতের ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার দোকান বন্ধ থাকে অন্য কোন দোকানে ফুচকা খাই না সেই সব দেখে এবং কথা শুনে আমার আরো ব্যবসার প্রতি গুরুত্ব বেড়ে গেছে। এই দোকান থেকে আবার অনেক ভাল মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক কিছু শিখতে পেরেছি মানুষের জীবনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct