সম্প্রীতি মোল্লা, আসানসোল: শনিবারে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরভোটে রক্তাক্ত হলো আসানসোল। মাথা ফাটল বিজেপি প্রার্থীর। অপরদিকে জামুড়িয়া এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠে । সবমিলিয়ে শনিবার পুর নির্বাচনের বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলো আসানসোল এলাকায়।এদিন প্রথমে উত্তপ্ত হয় আসানসোল পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ড।বিজেপি প্রার্থী আদর্শ শর্মার অভিযোগ, বুথে দখল করে ছাপ্পা চলছিল। আটকাতে গেলে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে দুষ্কৃতীরা দলীয় প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে থেকে ২৭ নম্বর ওয়ার্ড যেখানে জিতেন্দ্র তিওয়ারি ছিলেন সেখানে চলে আসেন বিজেপি প্রার্থী। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যাম সোরেণ। তাঁর দাবি, ‘সমস্ত অভিযোগ মিথ্যা।’ এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অশান্তির ঘটনা ঘটে আসানসোলে ১২ নম্বর ওয়ার্ডেও। এই ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর হাইস্কুলের বুথ দখল করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা সকলেই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ জানালেন সিপিএম প্রার্থী। পুরভোটের দিন সকাল থেকে অশান্তির খবর মিলছে আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে।
কোথাও বিজেপির প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চলছে ক্রমাগত গো ব্যাক স্লোগান। এমনকী, আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ককে নোটিশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁকে নিজের ওয়ার্ডের বাইরে বের হতে বারন করে থাকে কমিশন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন আছে। ঘটনাটি ঘটেছে ১২ নম্বর ওয়ার্ডের শ্রীপুর হাইস্কুলের ১১২ ও ১১৪ নম্বর বুথের সামনে। সিপিএমের দাবি, তৃণমূল দুষ্কৃতীরা বুথ দখল করতে আসে। বাধা দিতে যেতেই তৃণমূলের হামলাকারীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএমের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলের নেতৃত্বেই বুথে এই হামলা চালানো হয়েছে। এই ওয়ার্ডের সিপিএম প্রার্থী দয়াময় বাউরির দাবি, ওই বুথের দলীয় পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূলের তরফ থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা তাদের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বুথে হামলা চালিয়েছে। এদিকে এই অশান্তির খবর পেতেই বুথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct