আপনজন ডেস্ক: ধর্মীয় স্বাধীনতার ওপর নজরদারি এবং রিপোর্ট করার দায়িত্বে থাকা মার্কিন একটি সরকারি সংস্থা কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করার সমালোচনা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতির দাবিতে মুসলিম শিক্ষার্থীদের আন্দোলন ও আইনি লড়াইয়ের মধ্যে মন্তব্যটি এলো। প্রতিক্রিয়ায় ভারত বিষয়টি 'আদালতের বিবেচনাধীন' ও 'দেশের অভ্যন্তরীণ বিষয়' বলে মন্তব্য করেছে। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের (আইআরএফ) অ্যাম্বাসাডর অ্যাট লার্জ রাশেদ হোসেন কর্ণাটক সরকারের সমালোচনা করেছেন। রাশেদ হোসেন এক টুইটে লেখেন, বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন রাশেদ হোসেন। টুইটে রাশেদ আরো লিখেছেন, 'ধর্মীয় স্বাধীনতার মধ্যে ব্যক্তির ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত। কর্ণাটক রাজ্যে ধর্মীয় পোশাক নির্ধারণ করে দেওয়া উচিত হয়নি। বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। এতে নারী ও মেয়েদের চিহ্নিত ও প্রান্তিক করে তোলা হয়।' অ্যাম্বাসাডর অ্যাট লার্জ রাশেদ হোসেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারত আজ বলেছে, 'অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত জানানো হবে না। ' ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'যাঁরা ভারত সম্পর্কে ভালোভাবে জানেন, তাঁরা যথাযথ বাস্তবতা উপলব্ধি করবেন। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct