আপনজন ডেস্ক: সরকারি বাসে কাপড়ের মধ্যে মোরগ লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। টিকেট কেটে নির্ধারিত আসনে গিয়ে বসেন মোহাম্মদ আলি নামের এক প্যাসেঞ্জার।কন্ডাক্টরের নজরে মোরগটি যাতে না পড়ে, সেভাবেই সতর্কভাবেই বসেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। বাস কিছুটা এগোতেই নড়াচড়া শুরু হয়ে যায় মোরগের। সেটিকে শান্ত করতে ব্যর্থ হন আলি। হঠাৎ করে তারস্বরে চেঁচামিচি শুরু করে দেয় মোরগটি। যা গোটা বাসের প্যাসেঞ্জার সহ কন্ডাক্টরের নজরে চলে আসে। কাপড়ের পুঁটলিতে মোরগ লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন আলি, সেটা দেখে ফেলেন কনডাক্টর। সঙ্গে সঙ্গে কন্ডাক্টর মোরগের ভাড়া হিসেবে ৩০ টাকা দাবি করে। এ নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্ক হয় আলির। কন্ডাক্টরও নাছোড়বান্দা। শেষে ৩০ টাকা আদায় করেই ছাড়েন তিনি। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানা রাজ্যে। তেলঙ্গানা টুডে-কে গোদাবরীখানি বাস ডিপোর ম্যানেজার ভি ভেঙ্কটেশম জানিয়েছেন, করপোরেশনের নিয়ম অনুযায়ী, বাসে কোনো প্রাণী তোলা নিষিদ্ধ। কন্ডাক্টরের দেখা উচিত ছিল—কেউ কোনো প্রাণী নিয়ে উঠছেন কি না। কিন্তু, এ ক্ষেত্রে তিনি নজর রাখতে ব্যর্থ হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct