আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিতরণ নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও মিলন উৎসব ২০২২ এর শুভারম্ভ হলো শুক্রবার সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানে। চলতি মাসের ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান কর্মসূচির মধ্যে দিয়ে চলতে থাকবে। মিলন উৎসব ২০২২ এর উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও আবাসন দপ্তরের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান, কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর,মন্ত্রী সাবিনা ইয়াসমিন,আখরুজ্জমান, সাংসদ নাদিমুল হক,প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী,প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক ভট্টাচার্য, বিশেষ সচিব সাকিল আহমেদ, অফিসার মোঃ নকি, মাদ্রাসা বোর্ড সদস্য, কর্মাধ্যক্ষ বন ও ভূমি উঃ চব্বিশ পরগনা এ কে এম ফারহাদ, অরুণজ্যোতি ভিক্ষু, সাহেব সিংহ মারিয়া ফার্নান্ডেজ, সমাজসেবী ইসতেহাক আহমেদ সহ সমস্ত সম্প্রদায়ের বিশিষ্টজনেরা।
বিত্ত নিগম সূত্রে জানা গেছে, প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়ারা নানা কর্মসূটি ও প্রদর্শনী থাকবে। এর মধ্যে কর্মসংস্থান নিয়ে নানা কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকছে। সেখানে বেকার শিক্ষিত যুবক যুবতীরা নিজেদের নাম নভিুক্ত করে চাকরির জন্য আবেদন জানাতে পারেবন। তারপর কাউন্সেলিংয়ের মাস্যদমে তাদের চাকরির সুযোগ করে দেওয়া হবে। এছাড়া, নানা সংস্থা স্টল দিয়ে বিভিন্ন শিক্ষাদানের বিষয়ে প্রচার চালাবে। সেই সঙ্গে জানা যাবে সংখ্যারগু বিত্ত নিগমের নানা প্রকল্প সস্বন্ধে নানা প্রয়োজনীয় তথ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct