মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: ভাতার থানায় নবনির্মিত মেস এর শুভ উদ্বোধন। শুক্রবার নবনির্মিত মেসের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন । সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি (ডি এন টি) সৌরভ চৌধুরি, সি আই (এ) সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, ভাতার থানার ওসি সৈকত মন্ডল সহ বিশিষ্টজনেরা। জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার থানার অধীনস্থ রয়েছে কয়েক একর জায়গা। ওসি সৈকত মন্ডল ভাতার থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব নেওয়ার পরই থানার সৌন্দর্যায়ন ও মনোরম পরিবেশ তৈরি করতে নানান পদক্ষেপ গ্রহণ করেন। যেমন জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয় জল, থানা প্রাঙ্গণে একাধিক জায়গায় বিভিন্ন প্রজাতির ফুলের বাগান, খেলার মাঠ, থানার গেটের সামনে আধুনিক ঘড়ি, এছাড়াও জরাজীর্ণ অবস্থায় পরে থাকা মেসটির নবরূপে নির্মাণ করেন। শুক্রবার তারই শুভ উদ্বোধন হল। উদ্বোধনের পর পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন ভাতার থানার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। থানার পাশে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি পুকুর। সেখানে মাছ চাষ করার পরামর্শ দেন তিনি। সবুজায়নের লক্ষ্যে থানা প্রাঙ্গণে বেশকিছু গাছ লাগানো হয়। ওসি সৈকত মন্ডলের নানান কর্মকাণ্ডে ভাতার থানা প্রাঙ্গণ নবরূপে সেজে উঠেছে। মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন পুলিশ সুপার কামনাশীষ সেন সহ বিশিষ্টজনেরা।
পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, ভাতার থানা প্রাঙ্গন একদম পাল্টে গেছে। থানার অধীনস্থ একটি পুকুর রয়েছে সেখানে মাছ চাষের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিস্তীর্ণ এলাকা রয়েছে ধাপে ধাপে পরিকাঠামো গড়ে তোলে মডেল থানা হিসেবে চিহ্নিত করা যাবে। ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী থানার সামনের অংশে জরাজীর্ণ প্রাচীর ভেঙ্গে বিধায়ক তহবিল এর অর্থ থেকে নতুন প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct