মঞ্জুর মোল্লা, নদিয়া: একই সঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় খুশি মা। সেই সঙ্গে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর শেখ পরিবারে ঘর আলো করে এল একসঙ্গে তিন সন্তান। কদম পুরের বাসিন্দা সেলিম শেখ দিন পনেরো আগে তার স্ত্রী রোশেনা মণ্ডল কে নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানেই পরপর তিনটি সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। তার মধ্যে দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। সেলিম শেখ পরিযায়ী শ্রমিক। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে রাজ্যের বাইরে জনমুজুরের কাজ করেন তিনি। বাইরে কাজ করে যা আর্থিক উপার্জন হয় তাই দিয়ে কোনরকমে সংসার চালায়।
পরিবারের অন্যান্য সদস্যরা জানান,ওই গৃহবধূর চিকিৎসা করাতে গিয়ে আগেই জানতে পারেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার মধ্যেও তিন সন্তানের কথা শুনে তারা খুব আনন্দিত হয়েছিল রোশেনা মণ্ডল পরিবার। পরিবারের এক সদস্য জানান তিন সন্তান বর্তমানে খুবই ভাল আছে। বিভিন্ন সময় খবর পাওয়া যায় সন্তানকে ফেলে রেখে যেতে অথবা গর্ভে থাকা অবস্থায় মেরে ফেলতে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক সঙ্গে তিনটি সন্তান হওয়াতেও আনন্দিত তারা। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার খবর পেয়ে শুধু পরিবারের সদস্যরাই নয় গোটা এলাকা জুড়ে খুশির হাওয়া। একই সঙ্গে তিনটি সন্তান কে মানুষ করার ক্ষেত্রে অসুবিধা হয় কিন্তু তার পরিবারের সকল সদস্য তার সহযোগিতায় তিন সন্তানকে নিয়ে খুবই সুখে আছে তাকে পরিবারের সকল সদস্যরা সহযোগিতা করে এবং দেখাশোনা করে যে কারণে তিনটি সন্তান ও সুস্থ আছে একইসঙ্গে তিনটি সন্তান কে দেখার জন্য এলাকার মানুষজন প্রতিনিয়ত বাড়িতে আসে এই খবর শুনে এলাকার মানুষ উৎসাহিত পরিবারের আর্থিক অভাবের কারণে ওই তিন সন্তানের বাবা কর্মক্ষেত্রে ভিন রাজ্যে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct