আপনজন ডেস্ক: কর্নাটকের হিজাব বিতর্ক এখন বিদেশেও পৌঁছে গেছে। মালালার পর ‘হিজাব’ বিতর্কে এ যুক্ত হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পোগবা। পোগবা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন হিজাবের সপক্ষে। মঙ্গলবার কর্নাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রীর গেরুয়াধারী ছাত্রদের হাতে হেনস্তা হওয়ার ভিডিও ভাইরাল হয়। কর্নাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশটির সীমা অতিক্রম করে আগেই বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই বিতর্কে পল পোগবাও এই বিতর্কে ঢুকে পড়লেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার তিনি। ওই ফরাসি তারকা পোগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে কলেজ চত্বরে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্লে মেকার পোগবার ইনস্টাগ্রামে ৫১ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। পোগবা এই ভিডিও শেয়ার করায় তার অনুরাগীরা যে এই ভিডিও নিয়ে আলোচনা শুরু করবেন, তা বলাইবাহুল্য। ভিডিওতে দেখা যায়, মানদায় মুশকান খান তার কলেজে আসা মাত্র গেরুয়া স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে। তবে তিনি দমে না গিয়ে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে এগিয়ে যান।আর সেটা নিয়ে এখন সারা দেশ জুড়ে চর্চার বিষয় জলৌ মালালা ইউসুফজাই থেকে শুরু করে পল পোগবা কেউই বাদ যাচ্ছেন না তা নিয়ে মতপ্রকাশ করতে। তবে, ম্যাঞ্চেসটার ইউনাইটেডের তারকা ফুটবলার পোগবার এই প্রতিবাদ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct