রঙ্গিলা খাতুন, কান্দি: লালবাগ আস্তাবল মোড়ে রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশন এবং অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রসঙ্গত জমি অধিগ্রহণের পর ২০১৩ সালে রেলওয়ে ব্রিজ প্রকল্প সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও ১০০ জন জমিদাতাদের দাবি ছিল জমির সঠিক দাম এবং কর্মসংস্থান। কিন্তু রেল কর্তৃপক্ষ জানান আপাতত সেই দাবিকে মান্যতা দেওয়ার মতো রেলের কোন পলিসি নেই। তাই এখান থেকেই প্রশ্ন উঠছে কোন পদ্ধতিতে জমিদাতাদের বোঝানোর কাজ করবে জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষ। সেই নিয়ে দীর্ঘদিনের জট থেকেই গেছে। রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের দীর্ঘদিন ধরে দাবি করছে এলাকার জমি জটের যে সমস্যা রয়েছে রেল কর্তৃপক্ষ যদি আমাদের সঙ্গে বসে তাহলে সেই সমাধান করা যাবে কারণ স্থানীয় মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের সকলেই কিন্তু তা না করে গড়িমসি করছে। সংগঠনের সম্পাদক আমিনুর রহমান সরকার জানান “ ইতিমধ্যেই অসমাপ্ত নশিপুর রেল ব্রিজের জট কাটাতে প্রশাসনিক বৈঠক হয়েছিল।
মুর্শিদাবাদ জেলা শাসকের সাথে বৈঠক করেছিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শীলেন্দ্র প্রতাপ সিংহ। কিন্তু সেই বৈঠকে কী সিদ্ধান্ত হলো কেউ জানতে পারল না! তাছাড়া তিনি সাংবাদিকদের আরও জানান “ গত তিনমাস আগে রেল কর্তৃপক্ষ দেখা করেছিলাম তারা জানিয়েছিলেন সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের কেবলমাত্র পুলিশের সহযোগিতার প্রয়োজন। আমরা জেলা শাসকের সঙ্গ দেখা করে সেই সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছি। তাহলে গোপনীয়তা কেন? তাই নসিপুর ব্রিজ দূত চালু করার দাবিতে বৃহস্পতিবার সংগঠনের পথ অবরোধ করার আগাম কর্মসূচি থাকলেও পৌর নির্বাচনের জন্য প্রশাসন আপাতত পথ অবরোধে অনুমতি দেয়নি। তাই পৌর ভোটের কারণে রেল রোকো আন্দোলন থেকে আমরা পিছিয়ে এসেছি বলে জানিয়েছেন রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশন কর্তৃপক্ষ। এদিনের বিক্ষোভ সমাবেশে আরও জানান ফেব্রুয়ারির শেষের দিকে তারা রেল অবরোধ করবেন এবং রেলের নসিপুর ব্রিজের ব্যাপারে রেল দপ্তরের যে কুম্ভকর্ণের ঘুম , সেটি অবিলম্বে ভাঙ্গিয়ে নসিপুর রেল ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে হবে নচেৎ আমাদের আন্দোলন আরও বৃহত্তর এর পথে যাবে বলে তিনি জানান। এ বিষয়ে কিছুদিন আগে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেছিলেন “আমি রেল মন্ত্রী থাকাকালীন জমিদাতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমানের এই তৃণমূল সরকার জমিদারদের তখন ভুল বুঝিয়েছিল।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct