সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার পাঁচটি পৌরসভাতে ও পৌর ভোটের নির্ঘন্ট জারি করা হয়েছে।পৌর ভোটের দামামা বাজতেই জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ নিজ দলের কাছে টিকিট পাওয়ার আসাই অপেক্ষায় দিন গুন ছিলেন।যথাসময়ে প্রার্থীদের নাম ঘোষিত হতেই শুরু হয় ক্ষোভ বিক্ষোভ,মান অভিমান থেকে দলবদল, ফের বদল এমনকি নির্দলীয় ভাবে ও অনেকেই নমিনেশন ফাইল করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। সর্বশেষ গতকাল ৯ ই ফেব্রুয়ারি ছিল নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন।সেক্ষেত্রে দেখা যায় জেলার পাঁচটি পৌরসভার মধ্যে শাসক দলের বিপক্ষে বিরোধী দলের পক্ষে অনেক আসনে প্রার্থী দিতে পারেননি।ইতিমধ্যে পৌর ভোট অনুষ্ঠিত না হতেই অনেক আসন শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় হোলির উৎসবে মেতে ওঠে তৃনমূল কর্মীরা,এছাড়া একটি পৌরসভা ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে।উল্লেখ্য সাঁইথিয়া পৌরসভায় মোট আসন রয়েছে ১৬টি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct