আপনজন ডেস্ক: রুশ-ইউক্রেন উত্তেজনা ইস্যু নিয়ে মুখ খুললেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। তার মতে, বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের নিরসন হবে। যদি যুদ্ধ বাধে তাহলে তাহলে তা হবে ‘পাগলামি’। ভক্তদের সঙ্গে দেখা করার নিয়মিত এ অনুষ্ঠানে পোপ ইউক্রেনে শান্তির জন্য আহ্বান জানান। এসময় তিনি বলেন, ‘আসুন আমরা ঈশ্বরের কাছেশান্তি প্রার্থনা অব্যাহত রাখি। ইউক্রেন নিয়ে উত্তেজনা ও যুদ্ধের হুমকি যেন টানা আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। ভুলে গেলে চলবে না, যুদ্ধ মানেই পাগলামি।’ এদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে, ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে তারা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। বুধবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেন যে, ‘রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করা হচ্ছে ইউক্রেন সীমান্তের কাছে। গত ২৪ ঘণ্টায়ও এসব কার্যক্রম ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অব্যাহতভাবে করা হচ্ছে বলে আমরা দেখতে পারছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct