আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাতে এমন তথ্য জানান এরদোগানের চিকিৎসক। করোনামুক্ত হওয়ার পর শুক্রবার থেকে প্রেসিডেন্ট এরদোগান নিজের স্বাভাবিক কাজকর্মে ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক প্রফেসর তোপালোগলো। গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরদোগান নিজেই এক টুইটে বলেন, মৃদু লক্ষণ অনুভব করার পরে নমুনা পরীক্ষায় আমি ও আমার স্ত্রীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি। এরদোগান ২০২১ সালের জুন মাসে করোনার তৃতীয় ডোজ টিকা নেন। সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে ২০২১ সালের জানুয়ারী মাসে সকলের সামনে করোনার টিকা নেন তিনি। এদিকে এই ফেব্রুয়ারি মাস শেষ হলে এরদোগান ৬৮ বছরে পা দেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct