আপনজন ডেস্ক: বুধবার প্রথম প্রহরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালায়। দেশটির সামরিক বাহিনী একথা জানিয়েছে। হামলায় এক সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া টুইটে বলা হয়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তরাঞ্চলীয় ইসরায়েলি আরব নগরী উম আল-ফাহমে বিপদ সংকেত বেজে ওঠে। যদিও ক্ষেপণাস্ত্রটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়। আইডিএফ জানায়, ‘আজ রাতের আগে সিরিয়া থেকে চালানো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা সিরিয়া বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাডার ও বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’ এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘দামেস্ক’র কাছে ইসরায়েলের হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে।সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রাত ১ টার স্বল্প সময় আগে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct