নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: এক তৃণমূল কর্মীকে পঞ্চায়েত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান,উপ-প্রধান ও পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত কর্মীদের দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে তৃনমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের দরজায় তালা লাগিয়ে প্রধান ও উপপ্রধানকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখালেন তৃনমূল কংগ্রেসেরই কর্মীরা।”ঘটনাস্থল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত।বুধবার সকাল ১১ টা নাগাদ প্রধান ও উপ-প্রধান পঞ্চায়েতে আসলে বিক্ষোভকারীরা তাঁদের উপরেও চড়াও হয় বলে জানা যায়।
বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ মঙ্গলবার আঙ্গারমুনি বুথের এক কর্মী রেজাউল করিম ওরফে সাদ্দাম কলা চাষের স্কীম জানতে পঞ্চায়েতে আসলে আঙ্গারমুনি বুথের পঞ্চায়েত সদস্য তজিমুল হক তাকে গলা ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেয় এবং অকথ্য ভাষায় জেলা সভাপতি ও বিধায়ককে গালিগালাজও করে বলে অভিযোগ।একজন কর্মীর সাথে যদি এই ধরনের ব্যবহার করতে পারে তাহলে সাধারণ মানুষরা তাদের কাছ থেকে কি ব্যবহার প্রত্যাশা করতে পারে বলে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তজিমুল হক জানান তার বিরুদ্ধে উঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন। অভিযোগকারী সাদ্দাম জোর করে এক পঞ্চায়েত কর্মীকে অবৈধভাবে তার নামে কলা চাষের ডিমান্ড মারতে বললে সে প্রতিবাদ করে।এতেই সাদ্দাম তেলেবেগুনে জ্বলে ওঠে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। জেলা সভাপতি ও বিধায়ককে তিনি কোনো গালিগালাজ করেননি।তার নামে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহ জানান একজন সাধারণ মানুষ পঞ্চায়েতে এসে নিজের অভিযোগ জানাতেই পারে। মঙ্গলবার আঙ্গারমুনি বুথের এক তৃণমূল কর্মী কলা চাষের স্কীম সম্পর্কিত তথ্য জানতে পঞ্চায়েতে আসলে তার সঙ্গে ওই বুথের পঞ্চায়েত সদস্য তজিমুল হক দুর্ব্যবহার করেন বলে তারা বিক্ষোভে সামিল হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct