আপনজন ডেস্ক: হিজাব নিয়ে মামলায় নিষ্পত্তি হল না বুধবার। কর্নাটক হাইকোর্টে এদিন হিজাব মামলার শুনানি বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের বেঞ্চে শুনানির কথা থাকলেও তা হয়নি। তার পরিবর্তে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি রীতু রাজ আওয়াস্থির নেতৃত্বাধীন উচ্চতর বেঞ্চে পাঠানো হল। স্কুল ও কলেজগুলি মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব না পরার নির্দেশকে চ্যালেঞ্জ করে পাঁচজন পড়ুয়া কর্নাটক হাইকোর্টে এই মামলা হয়। অন্যদিকে, কর্নাটক সরকার জানিয়েছে, আগামী ২ সপ্তাহ বেঙ্গালুরুর স্কুল, প্রি ইউনির্ভাসিটি কলেজ, ডিগ্রি কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের গেটের ২০০ মিটারের ব্যাসার্ধের মধ্যে কোনও বিক্ষোভ দেখানো যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct