সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: নাম এক, দাবিদার দুই। এই বিভ্রান্তির মাঝেই ‘আসল’ অতনু মণ্ডলকে খুঁজে বের করলো তৃণমূল। একই সঙ্গে তাকেই দলীয় প্রতিক দিয়ে বিষ্ণুপুর পৌর নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতা করার সুযোগ দিল শাসক দল। কিন্তু আর এক ‘অতনু মণ্ডল’ও ছেড়ে দেওয়ার পাত্র নন। ঐ ওয়ার্ড থেকেই তিনি ‘নির্দল’ প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন। ঘটনাক্রম অনুযায়ী, শাসক তৃণমূলের বিষ্ণুপুর পৌরসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় ১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নাম রয়েছে অতনু মণ্ডলের। কিন্তু তারপরেই বিভ্রান্তি চরমে ওঠে। কে আসল ‘অতনু মণ্ডল’ খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। অবশেষে ‘আসল অতনু মণ্ডল’কে চিহ্নিত করে তাকেই দলীয় প্রতিক দেয় তৃণমূল। এপ্রসঙ্গে স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ বলেন, কাল পর্যন্ত ধোঁয়াশা ছিল। এখন সব পরিস্কার। আই.এন.টি.টি.ইউ.সি সদস্য অতনু মণ্ডলই প্রার্থী। এবার তিনিই ১৯ নম্বর ওয়ার্ড থেকে দলের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন বলে তিনি জানান। এবার দলের প্রার্থী পদ পাওয়া আই.এন.টি.টি.ইউ.সি সদস্য অতনু মণ্ডল বলেন, একটু ভুল বোঝাবুঝি ছিল। দল আমাকেই টিকিট দিয়েছে। এবারের ভোটে তার জয় নিশ্চিত বলে তিনি জানান। টিকিট না পেয়ে ‘বিদ্রোহী’ আর এক অতনু মণ্ডল। তিনি বলেন, যাকে দল প্রার্থী করলো ওয়ার্ডের মানুষ তাকে চেনেইনা। এই অবস্থায় দলের সঙ্গেই থাকলেও ‘নির্দল’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে তিনি দেখিয়ে দেবেন মানুষ কার সঙ্গে আছেন বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct