আপনজন ডেস্ক: বিশ্বের মধ্যে আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের হার সবচেয়ে বেশি। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, হর্ন অব আফ্রিকায় প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষুধাপীড়িত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইথিওপিয়া, দক্ষিণ-পূর্ব এবং উত্তর কেনিয়া, দক্ষিণ-মধ্য সোমালিয়া জুড়ে চরম খরা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে পশুপালন ও কৃষির ওপর। আগামী মাসগুলোতে গড় বৃষ্টিপাত আরও কম হওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই ভয়ানক অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে। পূর্ব আফ্রিকার ডব্লিউএফপি আঞ্চলিক ব্যুরোর পরিচালক মাইকেল ডানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, খরার কারণে ফসল নষ্ট হচ্ছে, গবাদিপশু মারা যাচ্ছে এবং এর প্রভাবে হর্ন অব আফ্রিকায় ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, 'অবিলম্বে এ অঞ্চলে মানবিক সহায়তা প্রয়োজন এবং স্থিতিস্থাপকতা তৈরির জন্য বিশ্ব সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থন প্রয়োজন।' পরপর তিনবার বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়েছে এবং অস্বাভাবিকভাবে গবাদি পশুর মৃত্যু হয়েছে। এর ফলে, খাদ্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং কৃষি শ্রমিকের কম চাহিদা মানুষের খাদ্য কেনার ক্ষমতা কমেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct