আপনজন ডেস্ক: কর্নাটকে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরু পুলিশ নতুন নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সব ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আগামী তিন দিন সেখানকার স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা দেন ।
উল্লেখ্যে, কর্নাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজে মুসলিম ছাত্রীরা হিজাব পরায় তার পাল্টা হিসেবে কিছু ছাত্র গেরুয়া শাল করে আসেন কলেজে। তারা হিজাব নিষিদ্ধের দাবি তুললে হিজাবধারীদের কলেজে প্রবেশ বন্ধ করা হয়। এরপর কর্নাটক সরকার শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। সেখানে বলা হয়, হিজাব পরে কোনো ছাত্রী ক্লাস করতে পারবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। স্কার্ফের রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই। পরে ওই কলেজের মুসলিম ছাত্রীরা এই নিয়মের প্রতিবাদ জানায়। তাদের দাবি, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়।
কিন্তু একজন হিজাবধারী ছাত্রীর পথে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কিছু ছাত্র গণ্ডগোল করার চেষ্টা করলে ওই ছাত্রী পাল্টা আল্লাহু আকবর ধ্বনি দেন। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে বিতর্ক প্রসারিত হয়। যদিও এ নিয়ে কর্নাটক হাইকোর্টে মামলা চলছে। মামলা স্থানান্তরিত করা হয়েছে ডিভিশন বেঞ্চে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct