আপনজন ডেস্ক: করোনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। তা নিয়ে লখনউতে নির্বাচনী প্রচারে ভার্চুয়াল সভা সমাজবাদ পার্টির অখিলেশ যাদবকে পাশে বসিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গঙ্গায় লাশ ভাসানোর জন্য যোগী আদিত্যনাথকে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, যোগীর সরকার মানুষের মরদেহের সৎকার পর্যন্ত করেনি। উত্তরপ্রদেশ থেকে মরদেহ ভেসে এসেছিল পশ্চিমবঙ্গের নদীতে। পশ্চিমবঙ্গ সরকার সেইসব মরদেহের সৎকার করেছে পূর্ণ মর্যাদায়। এর পাশাপাশি উন্নাও, হাথরসে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ও তার পরিবারের ওপর যোগী প্রশাসনের অত্যাচারের অভিযোগ তুলেও সরব হন তিনি। মমতা প্রশ্ন তোলেন, সেখানে গরিব মেয়ের ওপর নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। এখনো তাঁরা বিচার পাননি, কেন? যোগীর রাজত্বে কি নারীরা বিচার পান না? অন্যদিকে, রাহুল প্রিযাঙ্কাকে কটাক্ষ করে মমতা বলেন, সারা বছর কোথাও দেখা যায় না। মানুষের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো এসে পড়েন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct