সম্প্রীতি মোল্লা,কাটোয়া,আপনজন: আসন্ন পুরসভার নির্বাচনে মনোনয়ন দাখিল পর্ব চলছে।রীতিমতো মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের কালনা শহরের ১৮টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা। তবে সোমবার তার মধ্যে ১৩টি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পেরেছেন। মহকুমাশাসকের (বর্ধমান উত্তর) দফতরে বর্ধমান পুরসভা ও গুসকরার বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন । বর্ধমানের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি ও গুসকরার ১৬টি ওয়ার্ডেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। মেমারি পুরসভার ১৬টি ওয়ার্ডের প্রার্থীরা মহকুমাশাসকের (বর্ধমান দক্ষিণ) দফতরে মনোনয়ন দেন। কাটোয়া ও দাঁইহাটের সমস্ত আসনে বাম প্রার্থী এবং ছ'টি আসনে তৃণমূল প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন ইতিমধ্যেই । সিপিএম নেতা অঞ্জন চট্টোপাধ্যায়, সুদীপ্ত বাগচিরা দলীয় প্রার্থীদের নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ে যান। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীর সঙ্গে দু'জন করে ভিতরে যান। কাটোয়ার ৩, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন দিয়েছেন।মঙ্গলবার দুপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।তবে বিজেপি তুলনায় বাম প্রার্থীরা মনোনয়ন দাখিল পর্বে এগিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct